বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের   ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের   ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪এর সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।

অধ্যক্ষ মেজর মো. আইয়ুব খান (অব:) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সিলেটের সেক্টর কমান্ডার ও গভর্নিং বডির চেয়ারম্যান কর্নেল জিএইচএম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী ও সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা একটি অপরিহার্য মাধ্যম। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহকারীদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আশাকরি খেলাধুলার মাধ্যমে তারা ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার এর সহধর্মিণী এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক ১৯ বিজিবি ও গভর্নিং বডির কো-চেয়ারম্যান লেঃ কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি, অধিনায়ক ৪৮বিজিবি ও অভিভাবক সদস্য লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, বিজিওএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স,অতিথিবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনীর পরে বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। -বিজ্ঞপ্তি